About Us

ফেয়ার কনভেনার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, যা একাধারে অফলাইন ও অনলাইন ইভেন্ট আয়োজনে গত ২০১৮ থেকে সুনামের সাথে কাজ করে চলেছে।

একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা, ধাপে ধাপে তা সঠিক ভাবে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া, অনুষ্ঠান সফলভাবে তুলে আনা বেশ জটিল একটি কাজ। কিন্তু যেকোনো কাজই যখন বারবার করা হয়, তখন তা বেশ সহজসাধ্য হয়ে ওঠে।

ফেয়ার কনভেনার টিম বিগত কয়েক বছর পূর্বে যখন যাত্রা শুরু করে, তখন খুব ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে শুরু করেছিলো। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা, সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমরা ছোট থেকে মাঝারী, এরপর সময় গড়িয়ে এখন দেশের সর্বোচ্চ ভেন্যু, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেও ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা অর্জন করেছি।

ফেয়ার কনভেনার টিম যেকোন ধরণের ইভেন্ট আয়োজনের সক্ষমতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে, গ্রাহকের ভালোবাসা ও সহযোগিতাকে পূঁজি করে।

আমাদের অর্জন

সাফল্য ও সক্ষমতার কিছু পরিসংখ্যান
৫০+
পার্টনার
৪০+
ভেন্যু
৩০
স্পনসর
৬৫,০০০+
ভিজিটর